ডিসেম্বরের ২ তারিখ থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষার সার্বিক প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ দিন বিকেল ৪ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষার সব প্রস্তুতি তুলে ধরবেন।
বুধবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতি বিষয়ে তুলে ধরা হবে। সার্বিক প্রস্তুতি বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বুধবার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এ সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা বাতিল করে বৃহস্পতিবার বিকেল ৪টায় তা নির্ধারণ করা হয়েছে।