এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি। সেমিফাইনালে আজ ভারতকে টাইব্রেকে হারিয়ে কোরিয়ার সঙ্গে আগামী শুক্রবার ফাইনাল খেলবে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে এটাই বাংলাদেশের প্রথম ফাইনাল।
আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মিক্সড ইভেন্টের সেমিফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিলকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল ও দিয়া। অথচ ভারতের দুই প্রতিপক্ষের কাছে প্রথম সেটে হেরেছিলেন রুবেল-দিয়া। প্রথম সেটে রুবেল-দিয়ার স্কোর ছিল ৩৭। অঙ্কিতা-কপিল স্কোর ছিল ৪০।
দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে দারুণভাবে ঘুরে দাড়ান রুবেল-দিয়া জুটি। দুই সেটে বাংলাদেশের স্কোর ছিল ৩৭ ও ৩৮। ভারত এ দুই সেটে স্কোর করে ৩৬ করে। চতুর্থ সেটে স্কোর সমান হলেই ম্যাচ জিতে যেত বাংলাদেশ। কিন্তু হেরে বসেন রুবেল-দিয়া।
পঞ্চম সেটে ভারতকে আর সুযোগই দেননি বাংলাদেশের দুই তিরন্দাজ। দুজনেই করেছেন ১০-১০ স্কোর। শুরুতে রুবেল করেন ১০। ভারতেরও স্কোর ছিল ১০। ভারতের দ্বিতীয় তির ছিল ৯-এর ঘরে। শেষে দিয়ার তির ১০-এর ঘরে পড়তেই উল্লাসে ভাসে বাংলাদেশ। নিশ্চিত হয় এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পদকও।