শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আর মাত্র কয়েকদিন পর। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এই চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পূর্ণিমার দিন এই গ্রহণ হবে।
নাসা জানায়, আগামী ১৯ নভেম্বর সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসবে। গ্রহণ চলাকালে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে যেটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। বাংলাদেশ সময় বেলা ১২টায় এই গ্রহণ শুরু হয়ে, শেষ হবে ৬টা ৩ মিনিটে। দুপুর ২টার পর গ্রহণ সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।
নাসার বিজ্ঞানীরা জানান, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে রাত ২টা থেকে ৪টার মধ্যে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ থেকে দেখা যেতে পারে।
ইন্টারনেটে চন্দ্রগ্রহণ
পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ। নাসার লাইভ স্ট্রিমে এ গ্রহণ দেখতে আপনি নিচের লিংকে ক্লিক করুন:
https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/