১। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার।
উত্তর: অনন্ত প্রেম
২। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি
উত্তর: মহামহোপাধ্যায়
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস
উত্তর: কর্ণফুলি
৪। নীল লোহিত
উত্তর: সুনীল
৫। দুর্গেশ নন্দিনীর ১ম প্রকাশ
উত্তর: ১৮৬৫
৬। ১ম মহিলা ঔপন্যাসিক
উত্তর: স্বর্ণকুমারি দেবী
৭। আমার দেখা নয়া চীন
উত্তর: বঙ্গবন্ধু
৮। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম
উত্তর: পদ্মাপূরাণ
৯। মানুষের মৃত্যু হ’লে তবু মানব থেকে যায়
উত্তর: জীবনানন্দ দাস
১০। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতায় লাভ করেন ?
উত্তর: জমিদার নিজাম শাহ
১১। চযাপদ প্রাপ্তিস্থান
উত্তর: নেপাল
১২। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উত্তর: নেকড়ে অরণ্য ( শওকত ওসমান)
১৩। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যটি
উত্তর: শঙ্খ ঘোষ
১৪। বিদ্যাসাগরের জন্মস্থান
উত্তর: বীরসিংহ গ্রামে
১৫। মুসলিম সাহিত্য সমাজ
উত্তর: ১৯ জানুয়ারি, ১৯২৬
১৬। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
উত্তর: আবুল মনসুর আহমদ
১৭। ঐ ক্ষেপেছে পাগ্ লী মায়ের দামাল ছেলে
উত্তর: কামাল পাশা ( কাজী নজরুলের কামাল পাশা কবিতার
১৮। সজনীকান্ত দাস এর পত্রিকা
উত্তর: শনিবারের চিঠি
ব্যাকরণ অংশ
১। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত
উত্তর: হিত্তিক ও তুখারিক
২। রুখের তেন্ত্তুলি কুমীরে খাই- এর অর্থ কী ?
উত্তর: গাছের তেঁতুল কুমিরের খাবার, (চর্যাপদের পদকর্তা কুক্কুরীপার পদ)
৩। আসমান কোন ভাষা থেকে এসেছে ?
উত্তর: ফারসি
৪। নিম্ন বিবৃত স্বরধ্বনি এর অর্থ কী ?
উত্তর: আ
৫। বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন
উত্তর: ব্যঞ্জনদ্বিত
৬। সপ্তকাণ্ড রামায়ন বাগধারাটির অর্থ
উত্তর: বৃহৎ বিষয়
৭। ডেকে ডেকে হয়রান হয়েছি। – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে ?
উত্তর: পৌন:পুনিকতা
৮। ভুল বানান কোনটি ?
উত্তর: ভূবন
৯। যিনি বিদ্বান , তিনি সর্বত্র আদরনীয় । – এটি কোন ধরনের বাক্য ?
উত্তর: জটিল বাক্য
১০। চিকিৎসা শাস্ত্র কোন সমাস
উত্তর: কর্মধারয় ( চিকিৎসাশাস্ত্র= চিকিৎসা বিষয়ক শাস্ত্র = মধ্যপদলোপী কর্মধারয়)
১১। কোনটি নামধাতুর উদাহরণ
উত্তর: বেতা
১২। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ
উত্তর: ভেড়া
১৩। তাতে সমাজজীবন চলে । – এ বাক্যটির অস্তিবাচক
উত্তর: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
১৪। বাগযন্ত্রের অংশ কোনটি ?
উত্তর: সবগুলো
১৫। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিল ?
উত্তর: সম্প্রদান
১৬। জিজীবিষা – শব্দটির অর্থ
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা