৪৩ তম বিসিএস প্রিলিমিনারি-২০২১ আগামী কাল অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার আগের রাত আজ, এই রাতে ও পরীক্ষার দিনে করণীয় কী । একনজরে দেখে নেওয়া যাক
# এডমিড কার্ড, মাস্ক, কলম, পেন্সিল, রাবার, কাটার, পানির বোতল,টাকা,বাসার মোবাইল নম্বর গুছিয়ে রাখুন।
# কোন পেশাক পরিধান করে হলে যাবেন তা রাতেই গুছিয়ে রাখুন।
# নিজেকে চাপমুক্ত রাখতে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ুন।
পরীক্ষার দিন করণীয়ঃ
# যানজটের ঝামেলা এড়াতে কমপক্ষে ২ ঘন্টা আগে হলের কাছাকাছি অবস্থান করা।
# হালকা নাস্তা করে হলে প্রবেশ করা
# পরীক্ষার সিটে বসার আগে ওয়াশরুমে গিয়ে নিজেকে রিফ্রেশ করা।
# রোল নম্বর এবং অন্যান্য বৃত্তগুলো সতর্কতার সহিত পূরণ করা ও চেক করা।
# প্রশ্ন পাওয়ার পর যেগুলো সরাসরি কমন পড়েছে সেগুলোর উওর প্রথমে দেওয়া।
# অতি আবেগী হয়ে বেশি বৃত্ত ভরাট না করা
# নেগেটিভ মার্ক এর কথা মাথায় রাখা
# সময়ের দিকে খেয়াল করা
# গণিত কষতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করা
# পরীক্ষার সময় অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে বিপদ ডেকে না আনা।