সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন: রবীন্দ্রোত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যাক্তিগত সচিব ছিলেন, তিনি কে?
উত্তর: অমিয় চক্রবর্তী।
প্রশ্ন: ‘এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: করণে সপ্তমী।
প্রশ্ন: ভুরসুট পরগানার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন কে?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।
প্রশ্ন: চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী কে?
উত্তর: কাহ্ন পা।
প্রশ্ন: ‘বীরঙ্গনা’ কাব্যে পত্র সংখ্যা কতটি?
উত্তর: ১১ টি।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন কোন সালে?
উত্তর: ১৮২০ সালে।
প্রশ্ন: ‘পদ্মাবতী’ কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
উত্তর: হিন্দি।
প্রশ্ন: ‘পরীক্ষা ’শব্দটির সদ্ধি বিচ্ছেদ কি?
উত্তর: পরি+ ঈক্ষা।
প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’- গানটির শিল্পী কে?
উত্তর: আপেল মাহমুদ।
প্রশ্ন: ‘কবর’ নাটকটির বিষয়বস্তু কি?
উত্তর: ভাষা আন্দোলন।
প্রশ্ন: ‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি।
প্রশ্ন: বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
উত্তর: সুলতানার স্বপ্ন।
প্রশ্ন: বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি?
উত্তর: ৪১ টি।
প্রশ্ন: মাইকেল মধুসুদন দত্তের নাটক হলো-
উত্তর: শর্মিষ্ঠা।
প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ হলো-
উত্তর: চিলেকোঠার সেপাই।