ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগে এডভান্স কোর্স অন ডিসএ্যাবিলিটি, অটিজম অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন কোর্সের ষষ্ঠ ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের মেয়াদ: ৮ সপ্তাহ (৪৫টি সেশন)।
ক্লাসের সময়সূচি: বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার); এবং বিকাল ৪:৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত (শনিবার)।
কোর্স ফি: ১৫,০০০ টাকা।
ভর্তির শেষ তারিখ : ১০ নভেম্বর ২০২১ পর্যন্ত।
আবেদনের সাথে কাগজপত্র জমা দেয়া ও কোর্স ফি জমা দেয়া : আগ্রহী প্রার্থীদের ভর্তির নির্ধারিত ফরমের সাথে সম্প্রতি তোলা এক কপি পার্সপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি ও ব্যাংকে (সোনালী ব্যাংক, ঢাকা ক্যাম্পাস শাখার হিসাব ‘এডভান্স কোর্স অন ডিসএ্যাবিলিটি, আইইআর, ঢাবি, নম্বর- ৪৪০৫৭০৩০০০০৭৯) কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ওরিয়েন্টশন ও কোর্স শুরুর সম্ভাব্য তারিখ: ১২ নভেম্বর ২০২১, বিকেল ৩ টা।