ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ওমান বনাম পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১। বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দেখে নেওয়া যাক গ্রুপ বিভাগ ও প্রথম রাউন্ডের ক্রীড়াসূচি।
বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ–এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।
গ্রুপ–বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।
সুপার টুয়েলভ গ্রুপ–১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।
সুপার টুয়েলভ গ্রুপ–২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।
প্রথম রাউন্ডের ক্রীড়াসূচি:-
১৭ অক্টোবর, রবিবার:-
ওমান বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, দুপুর ৩টে ৩০ মিনিট)
বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
১৮ অক্টোবর, সোমবার:-
আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস (আবু ধাবি, দুপুর ৩টে ৩০ মিনিট)
নমিবিয়া বনাম শ্রীলঙ্কা (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
১৯ অক্টোবর, মঙ্গলবার:-
পাপুয়া নিউ গিনি বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, দুপুর ৩টে ৩০ মিনিট)
ওমান বনাম বাংলাদেশ (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
২০ অক্টোবর, বুধবার:-
নমিবিয়া বনাম নেদারল্যান্ডস (আবু ধাবি, দুপুর ৩টে ৩০ মিনিট)
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
২১ অক্টোবর, বৃহস্পতিবার:-
বাংলাদেশ বনাম পাপুয়া নিউ গিনি (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, দুপুর ৩টে ৩০ মিনিট)
ওমান বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
২২ অক্টোবর, শুক্রবার:-
আয়ারল্যান্ড বনাম নমিবিয়া (শারজা, দুপুর ৩টে ৩০ মিনিট)
নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা (শারজা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)