পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক।
বিভাগ: পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নন ইনভেনসিভ কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট, অনকোলজিস্ট, এ্যানেসথেওলজিস্ট, থোরাসিক সার্জন, ভাস্কুলার সার্জন, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো সার্জন, রেডিওলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ।
আবেদনের যোগ্যতা: এমডি, এফসিপিএস, এমএস, (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট-এর ক্ষেত্রে নিওনেট ও শিশুদের ইকো, কালার ডপলার করার অভিজ্ঞতা থাকতে হবে এবং নন ইনভেনসিভ কার্ডিওলজিস্ট-এর ক্ষেত্রে ইকো, কালার ডপলার, ইটিটি, স্ট্রেস ইকো, ট্রান্সইসোফেজিয়াল ইকো ইত্যাদি করার অভিজ্ঞতা থাকতে হবে)
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: সহকারী রেজিস্ট্রার/মেডিকেল অফিসার।
বিভাগ: এ্যানেসথেওলজি, পেডিয়াট্রিক এন্ড এনআইসিইউ, সার্জারি চর্ম ও যৌনরোগ।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিএ, এমবিবিএস, ডিসিএইচ (পেডিয়াট্রিক-এর ক্ষেত্রে NICU-তে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে)
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: ফার্মেসী বিক্রয় কর্মী।
বিভাগ: ফার্মেসী বিভাগ।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা (অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: টেকনোলজিস্ট।
বিভাগ: রেডিওলজি এন্ড ইমেজিং।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা (অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)।
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২১।
আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে : আবেদনপত্রের সাথে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি বা সফট কপি, জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর দপ্তর (১০ম তলা), এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৯/৩, পার্বতী নগর, থানা রোড, সাভার, ঢাকা।