টানা ছয় ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর সচল হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম। ৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এগুলো সচল হয়। তবে এই কয়েক ঘণ্টার মধ্যে বিপুল সম্পদ কমেছে ফেসবুক-কর্তা মার্ক জাকারবার্গের। গত কয়েক ঘণ্টায় তাঁর সম্পত্তির পরিমাণ কমেছে ৬০০ কোটি ডলার। ৪ অক্টোবর রাত থেকে বিশ্ব জুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভ্রাট এবং সম্প্রতি এক কর্মী (হুইসলব্লোয়ার) ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা করার পর এই অর্থ কমেছে জাকারবার্গের।