২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী মার্কিন পদার্থবিজ্ঞানী সাইকুরো মানাবে, জার্মানির পদার্থবিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালীয় পদার্থবিজ্ঞানী জর্জিও প্যারিসি।
বৈশ্বিক জলবায়ুর কাঠামোগত মডেল নির্মাণ, বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস ও তা নির্ভুলভাবে পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার এবং পরমাণু ও গ্রহীয় পরিসরের ভৌত কাঠামো এবং তার ওঠানামার মিথস্ক্রিয়া আবিষ্কারের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন এই তিন বিজ্ঞানী।
তাদের মধ্যে বৈশ্বিক জলবায়ু বিষয়ে অবদানের জন্য নোবেল পেয়েছেন মানাবে ও ক্লাউসম্যান। অন্যদিকে পরমাণু ও গ্রহীয় পরিসর ইস্যুতে নোবেল পেয়েছেন জর্জিও পারিস।
নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ তিন বিজ্ঞানী। পুরস্কারের অর্ধেক, অর্থাৎ ৫০ লাখ ক্রোনার পাবেন মানাবে ও ক্লাউসম্যান ও বাকি অর্ধেক পাবেন প্যারিসি।