সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘ব্যবসায় পরিচিতি ও ব্যবস্থাপনা’ এবং ‘ব্যাকিং ও বীমা এবং ফিন্যান্স‘ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
ব্যবসায় পরিচিতি ও ব্যবস্থাপনা
প্রশ্ন : ‘ব্যবস্থাপনা’ সার্বজনীন কে বলেছেন ?
উত্তর: সক্রেটিস।
প্রশ্ন : সেনাবাহিনীতে যে শ্রেণির সংগঠন বিদ্যমান–
উত্তর : সরলরৈখিক।
প্রশ্ন : F.E.Fidler নেতৃত্বে যে ধারণাটি উদ্ভবন করেন–
উত্তর : মৌলভিত্তিক নেতৃত্ব।
প্রশ্ন : ব্যবস্থাপনার দর্পণ বলা হয়–
উত্তর : পরিকল্পনাকে।
প্রশ্ন : ব্যবসায়ে সংগঠনের ‘মুরব্বী’ বলা হয়–
উত্তর : এক মালিকানা ব্যবসায়কে।
ব্যাকিং ও বীমা এবং ফিন্যান্স
প্রশ্ন : বড় ধরনের লেনদেনে জন্য বিনিময়ের নিরাপদ মাধ্যম –
উত্তর: পে অর্ডার ।
প্রশ্ন : অর্থের যোগদানের ওপর কোন প্রভাব নেই-
উত্তর: বৈদেশিক মুদ্রার।
প্রশ্ন : অঙ্গীকারপত্রে পক্ষ থাকে কয়টি?
উত্তর: ২ টি।
প্রশ্ন : নগদের আন্তঃপ্রবাহ ঘটে-
উত্তর: সম্পত্তি হ্রাস পেলে ।
প্রশ্ন : পণ্যের মালিকানার দলিল কি?
উত্তর: চালান রসিদ।