সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৭টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তর: নীল দর্পন।
প্রশ্ন : পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : যা চিরস্থায়ী নয়-
উত্তর: নশ্বর।
প্রশ্ন : একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদক কে ছিলেন ?
উত্তর: হাসান হাফিজুর রহমান।
প্রশ্ন : রোহিনী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তর: কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।
প্রশ্ন : সুন্দর হে দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন । চরণ দুটি কার লেখা?
উত্তর: শেখ ফজলুল করিম।
প্রশ্ন : সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দীন।
প্রশ্ন : সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কি?
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপের ভিন্নতায়।
প্রশ্ন : লাঠালাঠি শব্দটি কোন সমাস?
উত্তর: বহুব্রীহি।
প্রশ্ন : বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর: প্রাকৃত।
প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ – এর আবিস্কারক–
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।
প্রশ্ন : যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা চার,তাকে কি বলে?
উত্তর: স্বরবৃত্ত।
প্রশ্ন : বাঙ্গালীর ইতিহাস বইটির লেখক কে?
উত্তর: নীহাররঞ্জন রায়।
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
উত্তর: দশটি।
প্রশ্ন : তার বয়স হয়েছে কিন্ত বুদ্ধি বাড়েনি- এটা কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক বাক্য।
প্রশ্ন : ‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কি?
উত্তর: সৌভাগ্যের বিষয়।
প্রশ্ন : লিঙ্গন্তর হয় না এমন শব্দ-
উত্তর: কবিরাজ।