সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘ফিন্যান্স ও ব্যাকিং এবং ব্যাবসায় উদ্যেগ ও ব্যবস্থাপনা‘ থেকে ১৬টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
ফিন্যান্স ও ব্যাকিং
প্রশ্ন : বাজারের আকার ও গভীরতার সঙ্গে কি রকম সম্পর্ক বিদ্যমান?
উত্তর: ধনাত্বক।
প্রশ্ন : যে সম্পাদটির তারল্য সবচেয়ে কম তাকে কি বলা হয়?
উত্তর: স্থায়ী সম্পত্তি।
প্রশ্ন : ঝুকিঁ এবং প্রত্যাশিত আয়ের মধ্যে যে ধরনের সম্পর্ক বিদ্যমান তা হলো-
উত্তর: ধনাত্নক।
প্রশ্ন : প্রত্যাশিত ও অর্জিত ফলাফলের মধ্যে পার্থক্যকে কি বলা হয়?
উত্তর: ঝুঁকি।
প্রশ্ন : ঋণ অর্থায়ন কি সৃষ্টি করে?
উত্তর : আর্থিক ঝুঁকি।
প্রশ্ন : পোর্টফোলিও গঠন করে যে ধরনের ঝুঁকি হ্রাস করা যায় তা হলো-
উত্তর : ব্যাবসায়ের ঝুঁকি।
প্রশ্ন : যে সিকিউরিটি বাট্টায় বিক্রি হয় ও মূল্য পরিশোধিত হয় তাকে কি বলে ?
উত্তর: ট্রেজারি বিল ।
ব্যাবসায় উদ্যেগ ও ব্যবস্থাপনা
প্রশ্ন : ইথিকস শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: গ্রিক শব্দ ‘ethos’ থেকে।
প্রশ্ন : অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে কোন ধারায় বলা আছে?
উত্তর: অংশীদারি আইনের ৩৯ ধারায়।
প্রশ্ন : কোন অংশীদারি ব্যাবসায়ে নিবন্ধন বাধ্যতামূলক নয়?
উত্তর: ব্যাংকিং অংশীদারি ব্যবসায়।
প্রশ্ন : পৌর এলাকায় এক মালিকানা ব্যাবসা করতে বাধ্যতামূলক কি লাগে?
উত্তর: ট্রেড লাইসেন্স।
প্রশ্ন : ব্যাবসা কত ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: ৭ ধরনের।
প্রশ্ন : যৌগিক শিল্প এবং বিশ্লেষণ শিল্পের মধ্যে পার্থক্য কি?
উত্তর: বিপরীতমুখী।
প্রশ্ন : কোনো কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহ, মোট মূলধনের কত শতাংশ?
উত্তর: ৫ শতাংশ।
প্রশ্ন : একজন নাবালক কি পরিমাণ দায় বহন করতে বাধ্য থাকে?
উত্তর: তার মূলধন এবং মুনাফা পর্যন্ত।
প্রশ্ন : জনসম্পদ কি পরিবেশে অন্তর্ভুক্ত থাকে?
উত্তর: অর্থনৈতিক পরিবেশে।