সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি‘ বিষয় থেকে আরো ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : কে প্রথম পুনঃপুন যোগের মাধ্যমে গুণ করার পদ্ধতি উদ্ভাবন করেন?
উত্তর: গটফ্রাইড ভন লিবনিজ।
প্রশ্ন : এডভ্যাক কম্পিউটার তৈরি করেন কয়জন বিজ্ঞানী?
উত্তর: ২ জন।
প্রশ্ন : কম্পিউটারের প্রণশক্তি কোনটি?
উত্তর: সফটওয়্যার।
প্রশ্ন : কম্পিউটার কী ধরনের যন্ত্র?
উত্তর: ইলেকট্রনিক যন্ত্র।
প্রশ্ন : মার্ক-১- এর ওজন কত?
উত্তর: প্রায় ৫ টন।
প্রশ্ন : ইউনিভ্যাক তৈরি হয় কত সালে ?
উত্তর: ১৯৫১ সালে।
প্রশ্ন : বর্তমানকালে শক্তশালী সুপার কম্পিউটারে কত সার্কিট আছে?
উত্তর: ২ লাখ সার্কিট আছে।
প্রশ্ন : ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কীরুপ?
উত্তর: পর্যায়ক্রমিক ।
প্রশ্ন : ইনটেল কোন দেশের কোম্পানি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : অ্যাবাকাস হচ্ছে-
উত্তর: অ্যাবাকাস হচ্ছে আড়াআড়ি তারে ছোট্ট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো যা দিয়ে গণনা কাজ করা যায়। খ্রিষ্টপূর্ব ৫০০ সালে চীনারা অ্যাবাকাস নামক যন্ত্রটি আবিষ্কার করে বলে ধারণা করা হয়।
প্রশ্ন : ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ড কত ভাগ?
উত্তর: ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়।
প্রশ্ন : একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটি কতটি যোগ করতে পারবে?
উত্তর: ২ কোটি।