সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি‘ বিষয় থেকে আরো ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোথায়-
উত্তর: পরমাণু শক্তিকেন্দ্র, ঢাকায়।
প্রশ্ন : ১৯৫১ সালের মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে?
উত্তর: জন মউসলি ও প্রেসপার একার্ট।
প্রশ্ন : ১৬১৬ সালে কে লগারিদমের সারণি তৈরি করেন কে?
উত্তর: হেনরি ব্রিগস নেপিয়ার।
প্রশ্ন : যেসব যন্ত্রে মাধ্যমে তথ্য দেওয়া হয় তাদের কী বলে?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন : মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত ?
উত্তর: চতুর্থ।
প্রশ্ন : আইবিএম ১৬২০ কম্পিউটারটি হলো-
উত্তর: মেইনফ্রেম কম্পিউটার।
প্রশ্ন : ১৯৪৯ সালে তৈরি হয়-
উত্তর: এডভ্যাক।
প্রশ্ন : পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার ?
উত্তর: দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।
প্রশ্ন : কম্পিউটার কোন পদ্ধতিতে পরিমাপের কাজ করে?
উত্তর: অ্যানালগ পদ্ধতিতে।
প্রশ্ন : ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কী ব্যবহার করত?
উত্তর: গিট দেওয়া দড়ি।
প্রশ্ন : রাশিয়ার অ্যাবাকাসকে কী বলা হয়?
উত্তর: স্কোসিয়া।
প্রশ্ন : প্রথম বাণিজ্যক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর: ইউনিভ্যাক (UNIVAC)।
প্রশ্ন : কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজের তৈরি?
উত্তর: ডিফারেন্সিয়াল ইঞ্জিন।
প্রশ্ন : মাইক্রোসফট কোম্পানির প্রথম প্রধান সফটওয়্যার স্থাপতির নাম কী?
উত্তর : বিল গেটস।
প্রশ্ন : পার্সোনাল কম্পিউটারকে কোন প্রজন্মের কম্পিউটার হিসেবে চিহ্নিত করা হয়েছে?
উত্তর: চতুর্থ প্রজন্মের।