বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং ২০২২-এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে ।
বিভিন্ন ক্ষেত্রে মূল্যায়নের ভিত্তিতে ৯৩টি দেশের প্রায় ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ১ হাজার ৬৬২টি বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে ও মান যাচাই করে এ তালিকা করেছে টাইমস হায়ার এডুকেশন।
টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১-১০০০-এর মধ্যে। পাঁচ বছর পর এবার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে দেশের প্রাচীন এ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে ২০১৬ সালের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১-৮০০-এর মধ্যে। এরপর ২০১৭ সালে টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে স্থান পায়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এক হাজারেরও পরে স্থান পায় । এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও সেরা এক হাজারের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১-১২০০-এর মধ্যে। তালিকায় গতবারের চেয়ে ২০০ ধাপ পিছিয়ে এবার ১২০০-এর পর স্থান পেয়েছে বুয়েট।
কুয়াককুয়ারলি সিমন্ডস বা কিউএস, টাইমস হায়ার এডুকেশন এবং সাংহাই র্যাঙ্কিং কনসালট্যান্সি (একাডেমিক র্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ) ইত্যাদি গ্রহণযোগ্য ও প্রভাবশালী সংস্থাগুলোর র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানের উন্নয়নের লক্ষ্যে চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় নানা উদ্যোগ গ্রহণ করেছে।
গত পাঁচ বছর ধরে টাইমস হায়ার এডুকেশনের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার ১ নম্বরে আছে যুক্তরাজ্যের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ৫-এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।