সুপ্রিয় বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : ‘কল্লোল’ পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?
উত্তর : ১৯২৩ সালে।
প্রশ্ন : ‘কালের পুতুল’ প্রবন্ধের লেখক কে?
উত্তর : বুদ্ধদেব বসু।
প্রশ্ন : ‘সেতার’ যে সমাসের উদাহরণ?
উত্তর : সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের।
প্রশ্ন : ‘আলুনি’ শব্দটির অর্থ-
উত্তর : নুনের অভাব।
প্রশ্ন : ‘শরতের শিশির’ বাগধারার অর্থ-
উত্তর : সুসময়ের বন্ধু।
প্রশ্ন : বাংলা ভাষায় যতিচিহ্নের স্বার্থক প্রয়োগ প্রথম করেন কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন : বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী সূচক?
উত্তর : আদেশসূচক।
প্রশ্ন : ‘শেষ লেখা’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : কাব্যগ্রন্থ।
প্রশ্ন : ‘অভিশপ্ত নগরী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : সত্যেন সেন।