আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। এর মধ্যে সেখানকার কারাগারের দরজা খুলে দেওয়ার সুযোগে কারাগার থেকে পালিয়ে গেছেন তিন বাংলাদেশি কারাবন্দী।
উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, যে তিন বাংলাদেশি কারাগার থেকে বেরিয়েছেন। তারা হলেন- খুলনার দৌলতপুর উপজেলার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের কাওসার সুলতানা ও ফেনীর ফুলগাজীর উবাইদুল্লাহ হারুন।
তাদের সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, তারা অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আবার কেউ বলছেন, ওই তিনজনসহ মোট চার বাংলাদেশিকে তালেবানকে সহায়তার অভিযোগে কয়েক বছর আগে কারাগারে পাঠানো হয়েছিল।
আফগানিস্তানে কোনো বাংলাদেশি যদি থেকে থাকেন, তাদের সহায়তার জন্য দুটি হটলাইন (+৯৯৮৯৭৪৪০২২০১ ও +৯৯৮৯০৩২৭৫১৫২) খোলা হয়েছে।