সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। বার্সেলোনার সঙ্গে সর্বশেষ চুক্তিতে তিনি বার্ষিক ৭১ মিলিয়ন ইউরো বেতন পেতেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন বার্সেলোনার সাবেক এই ফুটবলার এমনটি জানিয়েছেন রোমানো।

২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিষয়টি পরে স্প্যানিশ সংবাদ মাধ্যম লা সেক্সটাকে নিশ্চিত করেছেন তার বাবা জর্জে মেসিও। মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পিএসজি ইতোমধ্যেই ফ্রান্সের আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে