স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, পিএসজিতে যে পারিশ্রমিক পেয়ে থাকেন নেইমার, তার চেয়েও বেশি দেয়া হচ্ছে মেসিকে। শুধু তাই নয়, আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ফরাসী ক্লাবটি।

যখন থেকে মেসি এবং বার্সেলোনা বিচ্ছেদের ঘোষণা আসে তখন থেকেই কাজ করে যাচ্ছে পিএসজি। তারা এ সুযোগটা যেভাবেই হোক নিতে চাচ্ছে। মেসিও ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগ রানারআপদের সঙ্গে চুক্তি করতে রাজি।

ফরাসি পত্রিকা এল ইকুইপে জানাচ্ছে, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। পিএসজির পক্ষ থেকে মেসিকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়ার প্রস্তাব  দেয়া হয়েছে । যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি।

পিএসজিতে নেইমার পারিশ্রমিক পেয়ে থাকেন ৩৫ মিলিয়ন ইউরো। নেইমার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ফুটবল খেলোয়াড়। চুক্তি হলে মেসিই হবেন সবচেয়ে  বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

পিএসজি আশা করছে, চুক্তি সম্পন্ন হয়ে গেলে আগামী মঙ্গলবারই তারা মেসিকে নিয়ে প্রেজেন্টেশন করতে চায়। স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোও জানিয়েছে, মেসিও চান যত দ্রুত সম্ভব পিএসজির জার্সিতে নিজেকে উপস্থাপন করতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে