বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ১ আগস্ট দুপুরে প্রকাশ করেছে। ৪১তম বিসিএস পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd তে পাওয়া যাবে।
এ ছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
এসএমএসে ফলাফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
৪১তম বিসিএস-এর লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।