আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে যদি পরিরেশ অনুকূলে থাকে। আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ কথা জানান।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী দীপু মনি আরো বলেন, যদি পরিবেশে অনুকূলে না থাকে পরীক্ষা নেয়া সম্ভব না হয় তাহলে আগে পাবলিক পরীক্ষা ও অ্যাসইমেন্ট ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। এক প্রশ্ন জবাবে মন্ত্রী বলেন, প্রশ্ন প্রতিবার যেমন হয় তেমনি হবে। তবে আগে থেকে বেশি উত্তর কমন পড়বে এবং কম প্রশ্নের উত্তর করতে হবে। তিনি আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদেরকে শ্রেণী কক্ষে ফিরে আনার চেষ্ঠা করবো।