আজ (১৪ জুলাই) সোনারগাঁও ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়স্থ ক্যাম্পাসের সামনে আগুন থেকে রক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এবং এ্যাডমিন পরিচালক, এ এইচ এম কামাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিরেক্টর, মো. তাজউদ্দিন সিকদার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ এবং এ্যাডমিন সহকারী পরিচালক হাবিবুর রহমান রাজীব। সচেনতা মূলক প্রশিক্ষণে আকস্মিকভাবে আগুন লাগলে তা প্রতিহত করার জন্য করণীয় কি, তা হাতে কলমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া অগ্নিকান্ড কিভাবে সঠিক পদ্ধতিতে দ্রুত সময়ে নিয়ন্ত্রনে আনা যায় তার উপর বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মকান্ড পরিচালনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাহিদ পারভেজ। এ সময় ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।