মারাত্মক এক পূর্বাভাস দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের আকর্ষণের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে পারে। যার ফলে ২০৩০-এর দশকে পৃথিবী জুড়ে রেকর্ড মাত্রার বন্যা হতে পারে। গত ২১ জুন নাসার এমন তথ্য প্রকাশ করে ন্যাচার ক্লাইমেন্ট চেঞ্জ জার্নাল।