মার্কিন মহাকাশভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক মানুষ নিয়ে প্রথমবারের মতো মহাকাশ অভিযান পরিচালনা করেন গত রোববার (১১ জুলাই) । প্রথম মহাকাশ যাত্রায় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন। ব্র্যানসনের সফল অভিযানে মহাকাশ পর্যটনের শুভসূচনা হলো। তবে সে অভিযানের আগেই প্রায় ৬০০ টি অগ্রিম টিকিট বিক্রি করে ফেলেছে মার্কিন মহাকাশভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। তাদের প্রতি টিকিটের দাম প্রায় আড়াই লাখ ডলার। ধনকুবের ইলন মাস্ক মহাকাশ ভ্রমণের জন্য একটি অগ্রিম টিকেট কিনেছেন।