দেখে নেওয়া যাক কোপা আমেরিকার ২০২১- এর দলগত ও ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
১. ফাইনালসহ মোট ম্যাচ হয়েছে ২৮টি।
২. ২৮টি ম্যাচে মোট গোল হয়েছে ৬৫টি।
৩. গড়ে ম্যাচ পিছু গোল হয়েছে ২.২৭টি।
৪. প্রতি ৩৯.৬ মিনিটে ১টি করে গোল হয়েছে টুর্নামেন্টে।
৫. ১১টি ম্যাচে উভয় দলই গোল করেছে।
৬. ১৭টি ক্লিন শিট দেখা গিয়েছে।
৭. ৪৬ শতাংশ গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। ৫৪ শতাংশ গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।
৮. ম্যাচের ৩১ থেকে ৪০ মিনিটের মধ্যে সবথেকে বেশি ১৫ শতাংশ গোল হয়েছে।
৯. ম্যাচ প্রতি গড়ে ২৪.০৪টি করে শট নেওয়া হয়েছে।
১০. সবথেকে বেশি ৪টি করে গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও কলম্বিয়া লুইজ দিয়াজ।
১১. সবথেকে বেশি ৫টি গোলের পাস বাড়িয়েছেন লিওনেল মেসি।
১২. গোলকিপার হিসেবে সবথেক বেশি ৩টি করে ম্যাচে গোল খাননি মার্টিনেজ, নেস্টন, এডারসন ও রামিরেজ।
১৩. সবথেকে বেশি ১২টি গোল করেছে ব্রাজিল।
১৪. সবথেকে বেশি ১৪টি গোল হজম করেছে পেরু।
১৫. সবথেকে বেশি ৪টি ম্যাচে গোল খায়নি ব্রাজিল।