আগামীকাল ২১ জুন, পৃথিবীর উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন থাকে। লেন্ডারের হিসেবে আগামীকাল ২১ জুন সোমবার হচ্ছে ‘‘সামার সলসটাইস” মূলকথা হলো পৃথিবীর উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন। এদিনে সূর্যের দিকে উত্তর মেরু সবথেকে বেশি হেলে থাকে। তাই ২১ জুন পৃথিবীর উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন। অপরদিকে একই সাথে উত্তর গোলার্ধের সবথেকে ছোট রাত হলো ২১ জুন।