বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ মার্চ নিয়েছিল। দেশের ৮টি বিভাগীয় শহরে যথাযথ স্বাস্থ্যবিধি অনুযায়ী ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএসের ফল তৈরির কাজ করছে। পিএসসি জানিয়েছে, তারা চেষ্টা করছে এ মাসের শেষে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে।