www.odhikar.tv
৭৫০ বর্গকিমি বরফ উধাও!

বরফভূমি’ আইসল্যান্ডে বিপুল পরিমাণে বরফ হারাচ্ছে । সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে, হিমবাহের মোট ক্ষেত্রের প্রায় সাড়ে সাতশো বর্গকিমি বরফ হারিয়েছে আইসল্যান্ড। শতাংশের নিরিখে যা স্থলভাগের প্রায় ৭%। আইসল্যান্ডে গোটা স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ।

২০১৯ সালে দেশের আয়তন কমে দাঁড়িয়েছে ১০,৪০০ বর্গকিমি। ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ অঞ্চলের হ্রাস নজরে আসে। ২০০০ সাল থেকে এই হার দ্রুত বেড়েছে। ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন আশঙ্কা ২,২০,০০০টি হিমবাহের প্রায় সবক’টিই খুব দ্রুত হারে গলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে