আগামী সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে। আবাসিক শিক্ষার্থীকে উভয় ডোজ টিকা দেওয়ার পরই খুলে দেওয়া হবে পাবলিক বিশ্ববিদ্যালয়। পরবর্তী সময়ে অনাবাসিক শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। দু-একদিনের মধ্যে স্থগিত সেমিস্টার পরীক্ষাগুলো নেওয়ার ঘোষণা দেওয়া হবে। শিক্ষাজীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি পদ্ধতির এ পরীক্ষা নেওয়া হবে।
এক ভার্চুয়াল সভায় জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, করোনাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির প্রধান, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এতে অংশ নেন।