- মঙ্গল গ্রহে নাসার মিনি হেলিকপ্টারের নাম- ইনজেনুইটি।
- ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েলের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম – ‘দাসো’।
- প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যাত্রার জন্য নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের – নেরা আল মাতরোশি ।
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক কৃত্রিম উপগ্রহ পরিচালনা প্রতিষ্ঠান হক আই ৩৬০ নামের প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম উপগ্রহকে বলে – স্মলস্যাটস’ বা ছোট কৃত্রিম উপগ্রহ ।
- ২২ মার্চ ২০২১ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ফ্রান্সে মামলা করেছে সাংবাদিকের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন – রিপোর্টার্স উইদাউট বর্ডারস ( আরএসএফ)।
- সম্প্রতি কোভিড –সংক্রান্ত নীতিমালা ভঙ্গের কারণে যে প্রেসিডেন্ট ফেসবুক পেজ এক মাসের জন্য বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।
Post Views:
৮৩৪