১.মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?-৩১ মার্চ ,২০২১।
২. মেট্রারেলের কোচগুলো তৈরি হয় কোন দেশে?- জাপান।
৩.কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে? – মোংলা বন্দর।
৪. দক্ষিণ এশিয়া লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি ?- বাংলাদেশ ।
৫. সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে? – আকবর আলি খান ।
৬.সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সির্টি ‘বাংলাদেশ চেয়ার ‘ নির্বাচিত হয়েছেন? – অধ্যাপক হারুন -অর-রশিদ।
৭.দেশে এখন পযন্ত কতটি ষ্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে ? – ১৭০টি।
৮..কতসালে উন্নয়ন দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের ?- ২০৪১ সালে।
৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষেত্রে নারীর অশগ্রহণের হার কত ছিল ? – ৩৮ শত্ংশ ।
১০. সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন ধরনের বন্ডের অনুমোদন দিয়েছে বন্ডটি নাম কি? –গ্রিন বন্ড ( এটি এনেছে সাজেদা ফাউন্ডেশন।) দেশের প্রথম গ্রিন বন্ড এটি)
১১.বাংলাদেশের টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের নতুন উদ্বেধন করা ওটিটি কলিং সেবার নাম কী?- আলাপ।
১২. বাংলাদেশের মানুষের গড় আয়ু বৈশ্বিক বৃদ্ধির ? – দিগুন ( গত ৫০ বছরের বাংলাদেশিদের আয়ু বেড়েছে ২৪ বছরের বেশি । একই সময়ে পৃথিবীব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে ১২ বছর )
১৩. পাহাড়ের প্রধান উৎসব ‘বৈসাবি ‘কোন মাসে পালিত হয় ? – চৈত্র।
১৪. মঙ্গল শোভাযাত্রা এবারের প্রতিপাদ্য ‘কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর । এটি কোন কবির রচনা থেকে নেওয়া ?- কাজী নজরুল ইসলাম
১৫. ১৪ এপ্রিল, ২০২১ বাংলা কোন সনের যাত্রা শুরু হলো ? – ১৪২৮।