অতিমহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রেস কনফারেন্স করবেন আগামী বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ।
চলমান লকডাউনের মধ্যে ‘২৯ মে’ পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন।
শিক্ষামন্ত্রীর এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
এদিকে চলমান লকডাউন শিথিল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি উঠেছে। করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। যার ধারাবাহিকতায় ‘শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে গতকাল রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন, বিভন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধন করেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান অতিশর্তে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আরো বড় ধরনের কর্মসূচিতে যাবো আমরা।