অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার ও পাসপোর্ট করতে সহায়তার মামলায় কক্সবাজারে তিন কাউন্সিলরসহ ৪ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার (২৮ মার্চ) সকালে শহরের বিভিন্নস্থান থেকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ নোবেল, রফিকুল ইসলাম ও পৌরসভার অফিস সহকারী দিদারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুদক জানায়, পৌরসভায় দায়িত্বে থাকা অবস্থায় এ তিন কাউন্সিলরের বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদ দেয়াসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়।