মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনস্যুলেট ৭২ ঘণ্টার (শুক্রবার) মধ্যে বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর মূলত বদলা হিসেবে চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন।
যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের চীন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেন, এই পদক্ষেপ ভয়ংকর ও বিচারবহির্ভূত। এটি রাজনৈতিক উসকানি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর।
এমন প্রেক্ষাপটে চীনা নাগরিক গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের। ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র তাঁদের বিরুদ্ধে।