মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজর কেড়ে নিয়েছিলেন ফারিয়া শাহ্রিন। কিছু মানুষের আচরণে ক্ষুব্ধ ফারিয়া বলেন বেয়াদবদের শায়েস্তা করবেন তিনি।
ক্ষুব্ধ ফারিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ আমার ব্যাকগ্রাউন্ড ভুলে যায়। বস্তি থেকে উঠে এসে মিডিয়ায় কাজ শুরু করিনি।অন্য কোনো মেয়ে আমার জায়গায় হলে ভাব নিত, আজারা ঢং দেখাত। সব সময় খুব সাদামাটা থাকি।
ঘটনা জানতে চাইলে ফারিয়া বললেন, ‘সব মানুষের সঙ্গে সৎ, সুন্দর ও স্বাভাবিকভাবে মিশলে দেখি দুর্বলতা ভাবে। সবার সঙ্গে বিনয় দেখাই। অনেকেই দেখি, এসবের মর্ম বোঝে না, অসম্মান করে। মিডিয়ায় কিছু ইঁচড়ে পাকা আছে, ভাবছি তাদের শায়েস্তা করা দরকার।