শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনলাইন প্লাটফর্ম হিসেবে কাজ করছে এমএসএইচ-নেটওয়ার্ক। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবি, চবি, জাবি, রবি, সাধারণ গুচ্ছ ও সমন্বিত কৃষি ও মেডিকেলে ২৫০০ জন শিক্ষার্থীর চান্সপ্রাপ্তির রেকর্ড নিয়ে গত ১৫ সেপ্টেম্বর, কেআইবি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়ে গেল নেটওয়ার্ক গ্রান্ড সেলিব্রেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব মো. সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী মোখলেসুর রহমান মুকিত, ঢাকা বিভাগের এডিসি বদরুল হাসান রিয়াদ, অধিকার টিভির প্রধান নির্বাহী নাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন এমএসএইচ-নেটওয়ার্কের তিন প্রতিষ্ঠাতা মো. হোসেন আলী, মেহফুজ আহমেদ এবং সুমন হোসেন।

অনুষ্ঠানে এমএসএইচ-এর পক্ষ থেকে এ বছরের কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ শিক্ষা বৃত্তি ও মেডেল বিতরণ করা হয়। এসএসসি এবং এইচএসসি ও চাকরির পরীক্ষার্থীদের নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরূপ অধিকার টিভির প্রধান নির্বাহী নাহিদ হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের লাইসা ও এ সময়ের জনপ্রিয় শিল্পী মাহতিম সাকিব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে