ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক পেসার অজিত আগারকারকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ৪ জুলাই বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। বিসিসিআইয়ের ক্রিকেটবিষয়ক উপদেষ্টা কমিটির (সিএসি) সুপারিশে আগারকারকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাবেক ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা কমিটি প্রধান নির্বাচক হিসেবে আগারকারের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই পদে তিনিই ছিলেন একমাত্র আবেদনকারী। শেষ পর্যন্ত অজিত আগারকারকে চূড়ান্ত নিয়োগ দেয় উপদেষ্টা কমিটি।