সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) ছাড়া ‌অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : সহকারী শিক্ষক।

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮০) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০/-

বয়সসীমা : ৮ জুলাই ২০২৩ তারিখে আবদেনকারীর বয়স ন্যূনতম ও সর্বোচ্চ ২১ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স উল্লিখিত তারিখে ন্যূনতম ও সর্বোচ্চ ২১ থেকে ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে।

অনলাইনে আবেদন জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ২৪ জুন ২০২৩, সকাল ১০টা ৩০মিনিট থেকে।

অনলাইনে আবেদন জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৮ জুলাই ২০২৩, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

আবেদন করা : নিয়োগ প্রত্যাশীরা http://dpe.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবে।

আবেদন ফি জমা দেয়া : আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যেকোনো টেলিটক নম্বর থেকে ২২০ টাকা জমা দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে