১৮ বছর পর তুরস্কের আতাতুর্ক স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ফাইনাল। যেখানে সেবারের মতোই মুখোমুখি হচ্ছে ইংলিশ ও ইতালিয়ান ক্লাব-ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে প্রতিযোগিতামূলক ম্যাচে কখনোই মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। বিশ্লেষকদের চোখ থেকে বাজির দরে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। কারণ, এই মৌসুমে দলটি ফর্মের তুঙ্গে। প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপও জিতে ‘ট্রেবল’ জয়ের হাতছানিতে সিটি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমেও অপরাজিত রয়েছে পেপ গার্দিওলার দল। ফাইনালে উঠে আসার পথে ১২ ম্যাচের ৭টি জিতেছে। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৫তম দল হিসেবে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সিটির সামনে। ইংলিশ ক্লাবটি ম্যানচেস্টার সিটিকে হারাতে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে ইন্টার মিলানকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে