মেডিক্যাল অক্সিজেন নিয়ে সম্প্রতি একটি কমিশন গঠন করেছে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেট। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী ‘ল্যানসেট’ কর্তৃক ‘মেডিকেল অক্সিজেন নিরাপত্তা’ নিয়ে গঠিত হেলথ কমিশনে নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন আইসিডিডিআরবি’র বিজ্ঞানী আহমেদ এহসানূর রহমান। ‘ল্যানসেট’ কর্তৃক গঠিত কোনো কমিশনের নির্বাহী কমিটিতে কোনো বাংলাদেশি অন্তর্ভুক্তি এটিই প্রথম।

চলতি মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের আলোচ্যসূচিতে প্রথমবারের মতো মেডিক্যাল অক্সিজেন সুরক্ষা বিষয়ে আলোচনা হবে। এর শুরুটা হয়েছে এহসানের একটা গবেষণা প্রবন্ধের সূত্র ধরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে