রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৪১.৩৫ শতাংশ। গত ৫ জুন বিকেলে এই ফল প্রকাশিত হয়। রাবি জনসংযোগ দপ্তরের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ ‘এ’ পাস করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ ‘এ’ পাস করেছেন ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর  ৮৪.৭৫ গ্রুপ-৩ ‘এ’ পাসের হার ৩২.৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮।

গ্রুপ-৪ ‘এ’ পাসেরর হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) ‘এ’ পাসের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ru.ac.bd/তে দেখা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে