দীর্ঘ ২৪ বছর ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। যদিও ইব্রাহিমোভিচের অবসর নিয়ে কথা চলছে অনেক দিন ধরেই। এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ মাসে। যে কারণে গত ৪ মে রাতে সিরি আতে এসি মিলান-ভেরোনা ম্যাচটি ছিল ইতালিয়ান ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই সুইডিশ তারকা ম্যাচশেষে শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবলকেও বিদায় বলে দেন। ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত এসি মিলানে খেলা শেষ করলেন ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোচভিচ ৯৮৮ টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৭৩টি আর ট্রফি জিতেছেন ৩২টি।
আন্তর্জাতিক ফুটবলে ১২১ ম্যাচে ৬২ গোল করে সুইডেনের সর্বকালের সর্বোচ্চ স্কোরার ইব্রাহিমোভিচ। জাতীয় দল থেকে ২০১৬ সালে অবসর নেন। পাঁচ বছর পর আবারো সুইডেনের জার্সি গায়ে চড়ান। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেন পিএসজির হয়ে, ১৮০ ম্যাচে করেছেন ১৫৬ গোল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে গ্যালাক্সির হয়ে ৫৫ ম্যাচে ৫৩টি গোল করেন।