আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিতেছে যাদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষক আবার ভালো করেই জানেন, বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। তাই নিজ আগ্রহে এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে মার্টিনেজ আগামী ৩ জুলাই ঢাকায় আসছেন। এমন খবর নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতেই। তবে নিজ আগ্রহে ঢাকায় আসার ইচ্ছে পোষণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। শতদ্রু দত্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি শুধু কলকাতায় আনার জন্যই ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও নিজে থেকেই বলল, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনা ফুটবল দলের অনেক ভক্ত আছে। এরপর আমি বাংলাদেশেও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।’ আগামী ৪ ও ৫ জুলাই কলকাতা সফর করবেন মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্টিনেজের ঢাকায় পা রাখার কথা। ওই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে কলকাতায় যাবেন মার্টিনেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে