৭ম জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর যৌথ উদ্যেগে গত ১৭ মে এ উপলক্ষে র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মাজহারুল হক, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আল ইমতিয়াজ, ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সিআইপিআরবি-এর রোড সেইফটি প্রকল্পের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক-সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবু হাসান ভূঁইয়া বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআইপিআরবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বছরের জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘টেকসই যাতায়াত’ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সড়ক নিরাপত্তায় সচেতনতার সাথে কাজ করতে হবে। কর্তৃপক্ষসহ নীতিনির্ধারণী পর্যায় থেকে সড়ক নিরাপত্তায় যে সকল গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়, সকলস্তরের মানুষকে সে সকল পদক্ষেপ বাস্তবায়নে অবস্থানভিত্তিক সহযোগিতা করতে হবে। তবেই সড়কে জন-নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং দূর্ঘটনা হ্রাস পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে