পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নের নাম ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর বাবর-রিজওয়ানদের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এবার তাকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  পিসিবি জানিয়েছে, বাবরদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার অ্যান্ড্রু পুটিক। আর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনকে আগের দায়িত্বেই রাখা হচ্ছে।

ব্র্যাডবার্ন এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর স্থানীয় কোচদের নিয়ে কাজ করতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করার পর ২০১৭ সাল পর্যন্ত স্কটল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। এবার পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। তবে তাকে কাজ করতে হবে টিম ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে সমন্বয় করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে