বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম টি-টোয়েন্টিতে জিতে ফুরফুরে মেজাজেই ছিল। কিন্তু আজ বৃহস্পতিবার (১১ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিক শ্রীলংকা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৬১ রান করা দলটি এরপর ৩৯ রানের ব্যবধানে হারায় ৮ উইকেট।  ১৮.৩ ওভারে মাত্র ১০০ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে করেন শামিমা সুলতানা ও সোবহানা মুস্তারি। ১৬ ও ১৪ রান করে করেন রুবায়া হায়দার ও মুরশিদা খাতুন। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নমে ৯ বল হাতে রেখেই জয় পায় শ্রীলংকা নারী ক্রিকেট দল। দলের জয়ে আতাপাত্তু করেন ৩৩ রান, ২৯ ও ২০ রানে অপরাজিত থেকে দলের জয়  নিশ্চিত করে মাঠ ছাড়েন হার্শিথা ও কাভিশা ২০*।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১০০/১০ ( শামিমা ১৮, সোবহানা ১৮, রুবাইয়া ১৬, মুর্শিদা ১৪)

শ্রীলংকা: ১৮.৩ ওভারে ১০১/৩ (আতাপাত্তু ৩৩, হার্শিথা ২৯*, কাভিশা ২০*)।

ফল: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে