ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থান দখল করেন বাবর। তিনি দ্রুততম ৫ হাজার রান পূর্ণ করার পাশাপাশি একদিনের ক্রিকেটে দ্রুততম ১৮ তম সেঞ্চুরির রেকর্ডও গড়েন।

১০২ ম্যাচে হাশিম আমলা নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পান। এরপর তার পেছনে ছিলেন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিরা। কিন্তু সেই রেকর্ডও এখন বাবরের দখলে। ১৮তম সেঞ্চুরি পেতে বাবর আজম খেলেছেন ৯৭টি ওয়ানডে ম্যাচ। এর মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে বাবর ১১ মাসের সেঞ্চুরিখরা কাটিয়েছেন। এর মধ্যে ওয়ানডেতে ৮টি হাফসেঞ্চুরি পেলেও, সেসব ইনিংসকে ম্যাজিক ফিগারে পরিণত করতে পারেননি তিনি। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সর্বশেষ ১৭তম সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি বাবর আজম।

ওয়াডেতে দ্রুততম ১৮ সেঞ্চুরির রেকর্ড :

ব্যাটসম্যান ইনিংস
বাবর আজম (পাকিস্তান) ৯৭
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ১০২
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ১১৫
বিরাট কোহলি (ভারত) ১১৯
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ১৫৯

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে