ভারতীয় মাস্টার ব্যাটার বিরাট কোহলি অনবদ্য সব শটে রানের ফোয়ারা ছোটাবেন, সেটাই তো স্বাভাবিক। দেশের ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট আসর আইপিএলে এখন পর্যন্ত ছয়টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। গত ৬ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে এদিন আগে ব্যাট করতে নেমেই রেকর্ড গড়েন কোহলি। ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র ১২ রান। আর এতেই প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি আইপিএলে ৭ হাজার রানের চূড়ায় পা রাখলেন।

তবে সেই কীর্তির পর কোহলি ৪৬ বলে ৫ চারে করেন ৫৫ রান। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ ফিফটিতে কোহলির রান ৪১৯। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ২৩৩ ম্যাচ আর ২২৫ ইনিংসে কোহলির রান এখন ৭ হাজার ৩৮। ৩৬.৮৪ গড় ও ১২৯.৪৯ স্ট্রাইক রেটে এই রান করার পথে তিনি সেঞ্চুরি করেন ৫টি, ফিফটি ৫০টি। ২১৩ ম্যাচে ৬ হাজার ৫৩৬ রান নিয়ে কোহলির পরই আছেন ভারতের শেখর ধাওয়ান। এছাড়া, এখন পর্যন্ত ডেভিড ওয়ার্নার ৬ হাজার ১৮৯ ও রোহিত শর্মা ৬ হাজার ৬৩ রান করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে